বিগ বি ঘরে ফেরালেন অসহায় মানুষদের, ৭০০ পরিযায়ী শ্রমিককে নিয়ে উড়ে গেল বিমান

Thu, 11 Jun 2020-3:00 pm,

পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে সোনু সুদের পর আসরে নামেন অমিতাভ বচ্চন। বুধবার জানা যায়, মুম্বই থেকে উত্তপ্রদেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দিতে ৬টি বিমানের ব্যাবস্থা করেছেন অমিতাভ বচ্চন। সেই অনুযায়ী, ১০ জুন ১৮০ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে উত্তরপ্রদেশের উড়ে যায় ১টি বিমান। বৃহস্পতিবার ফের মুম্বই থেকে উড়ে গেল আরও ৪টি বিমান। তাতে রয়েছেন ৭০০ পরিযায়ী শ্রমিক

মুম্বইতে আটকে থাকা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে পৌঁছে দিতেই বিগ বি এই ব্যবস্থা করেন। যে খবর সামনে আসার পর থেকেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেটিজেনরা।

এলাহাবাদ বিমানবন্দরে নেমে এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে উত্তরপ্রদেশের কোরাওয়ান গ্রামের বাসিন্দা গুলাম আসাদ জানান, তিনি এর আগে কখনও বিমানে ওঠেননি। বিগ বি-র জন্যই এই প্রথমবার বিমানে সফর করলেন। মুম্বইয়ের হাজি আলি এলাকায় সেলাইয়ের দোকান চালান গুলাম আসাদ। লকডাউনের জেরে দোকান বন্ধ প্রায় ৪ মাস। ফলে মুম্বইতে এতদিন কোনওক্রমে তিনি আটকে ছিলেন বলেও জানান ওই ব্যক্তি 

আজমগড়ের বাসিন্দা মুকেশও সেলাইয়ের দোকান চালান মুম্বইতে। তিনি বলেন, হাজি আলি দরগায় গিয়ে জানতে পারেন, উত্তরপ্রদেশের শ্রমিকদের নিজেদের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করছেন অমিতাভ বচ্চন। সেখানে ফর্ম ফিলআপ করে, টিকিট পান। এরপরই তিনি মুম্বই থেকে নিজের রাজ্যে ফিরতে পারেন বলে জানান মুকেশ। সবটাই বচ্চন সাহেবের জন্য হয়েছে বলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ওই ব্যক্তি

যদিও অমিতাভ বচ্চন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সংবাদমাধ্যমের সামনে 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link