Amitabh Bachchan: বিএসসিতে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন, নিজেই জানালেন বিগ বি
ফিল্ম জগতে তাঁর বিচরণের গলিঘুঁজি জানেন দেশের মানুষ। তবে অনেকেই তাঁর পড়াশোনার ব্যাপারে খুব বেশি জানেন না। সেই কথা নিজেই ফাঁস করলেন বিগ বি।
তিনি বিজ্ঞানে স্নাতক তা অনেকের জানা। বাকীটি বলেছেন প্রবাদপ্রতিম অভিনেতা।
দিল্লির কিরোরি মল কলেজ থেকে বিএসসি পাস করেন অমিতাভ। কিন্তু স্নাতকে কত শতাংশ নম্বরে পেয়েছিলেন অমিতাভ? বিগ বি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানিয়েছেন বিএসসিতে তিনি পেয়েছিলেন মাত্র ৪২ শতাংশ।
সম্প্রতি কৌন বনেগা কড়রপতি ১৬ এপিসোডে তিনি তাঁর কলেজ জীবনের বিভিন্ন মজার ঘটনা শেয়ার করেছেন।
কেবিসির ওই পর্বে অমিতাভ বলেন, অনেকটা কিছু না বুঝেই বিএসসি পাস করে গেলাম। সায়েন্সে ভালো ছিলাম। ভেবেছিলাম অনেক কিছুই করে ফেলব। জানতাম সায়েন্সে অনেক সুযোগ আছে। ৪৫ শতাংশ নম্বর পেলেই অনেককিছু করা যায়। কিন্তু আমি ওই নম্বরও পাইনি।