করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন! এখন কেমন আছেন, জানালেন চিকিত্সক
আপাতত স্থিতিশীল অমিতাভ বচ্চন। তবে এখনও নানাবতী হাসপাতালেই চিকিত্সকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার কথা শনিবারই টুইট করে জানিয়েছিলেন তিনি।
শনিবার রাত, সময়টা ১০টা ৫২ মিনিট। গোটা দেশের বুকটা কেঁপে উঠেছিল বিগবি-র একটা টুইট। ‘‘আমার করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের তরফেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনও জানা যায়নি। গত দশ দিনে যাঁরা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন!’’
এর কিছুক্ষণ পরই জানা যায়, করোনা আক্রান্ত অভিষেক বচ্চনও। দুপুরে আসবে করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট। হোম আইসোলেশনে বচ্চন পরিবারের বাকি সদস্যরা।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত তারকাদের পরিচারিকা কিংবা পরিচারকদের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। তবে সরাসরি তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এই প্রথম। ৭৭ বছর বয়সীর বিগবি-র স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিল গোটা দেশ। তবে সকালে হাসপাতালের তরফেই খবর মেলে, তাঁর অবস্থা স্থিতিশীল।