Amul Milk Price: সস্তা হল আমূল দুধ, কবে থেকে লাগু হবে নতুন দাম?
![দাম কমল দাম কমল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/27/517590-1.png?im=FitAndFill=(500,286))
দুধের দাম কামাল আমূল। শুক্রবার এমনটাই জানিয়েছেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এর আধিকারিক জয়েন মেহতা।
![জানাল আমূল কর্তৃপক্ষ জানাল আমূল কর্তৃপক্ষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/27/517588-2.png?im=FitAndFill=(500,286))
মেহতা জানিয়েছেন গোটা দেশেই আমূল তাজা, আমূল গোল্ট ও আমূল টি স্পেশালের ১ লিটারের প্যাকের দাম কমল ১ টাকা। হাফ লিটারের দামও ৫০ পয়সা কমানো হবে বলে জানা যাচ্ছে।
![আমূল টি স্পেশাল আমূল টি স্পেশাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/27/517587-3.png?im=FitAndFill=(500,286))
এক লিটার আমূল টি স্পেশালের দাম ৬২ টাকা ছিল। নতুন দাম ৬১ টাকা।
এক লিটার আমূল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, তা কমে দাঁড়াল ৬৫ টাকা।
এক লিটার আমূল তাজা ৫৪ টাকার বদলে হয়েছে ৫৩ টাকা। তবে ওই নতুন দাম কবে কার্যকর হবে তা এখনও জানানো হয়নি।