মা হওয়ার পর ঝলসে উঠলেন দ্বিগুন, লকডাউনে নগ্ন ফটোশুট অ্যামি জ্যাকসনের
মা হওয়ার পর যেন আরও বেশে করে ঝলসে উঠলেন বলিউডের মডেল অভিনেত্রী অ্যামি জ্যাকসন। লকডাউনের মধ্যে নিজের সুবিশাল বাড়ির মধ্যেই করে ফললেন অভিনব ফটোশুট। নগ্ন ফটোশুট করে ভক্তদের যেন চমকে দিলেন বলিউডের এই অভিনেত্রী।
সিং ইস ব্লিং, ফ্রেকি আলি, ২.০-র মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পর বলিউড ছেড়ে পাড়ি দেন অ্যামি জ্যাকসন। বর্তমানে লন্ডনে বিশেষ বন্ধু জর্জ পানায়িট্টুর সঙ্গে রয়েছেন অ্যামি।
২০১৯ সালে জর্জের সঙ্গে বাগদান সেরে ফেলেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালের জানুয়ারি মাসে বাগদান পর্ব সারেন তাঁরা। বাগদানের পর বিয়ের কথা থাকলেও, তার মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অ্যামি। সেপ্টেম্বরে জন্ম হয় অ্য়ামি-জর্জের ছেলে অ্যান্ড্রিয়াসের
২০২০ সালে জর্জ এবং অ্যামি সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা যায় কিন্তু তাঁদের ওই পরিকল্পনায় থাবা বসায় করোনা ভাইরাস। করোনা হানা এবং লকডাউনের জেরেই জর্জ এবং অ্যামির বিয়ে পিছিয়ে যায় বলেই জানা যাচ্ছে
অ্যামির নগ্ন ফটোশুট যখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়, সেই সময় গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর অভিযোগে এফআইআর দায়ের করা হয় মিলিন্দ সোমনের বিরুদ্ধে। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা