চাঁদের কাছাকাছি ঘুরছে কলকাতা ধ্বংস করে দেওয়ার ক্ষমতাধর গ্রহাণু...
২০২৬ সালের মধ্যে এটি আর ফিরে আসবে না, এ কথা ঠিক।
তবে আগামিকাল এটি কাছাকাছি আসবে।
বেশি দিন নয়, মাত্র ১ মাস আগে এই মহাজাগতিক কণাটিকে আবিষ্কার করা হয়েছে।
নাসা বলেছে, এইরকম যোগাযোগ এক দশকে একবার ঘটে।
এই মুহূর্তে এটি ১ লক্ষ মাইল মানে ১ লক্ষ ৬৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
মহাজাগতিক হিসেবে এটি খুবই কাছে রয়েছে, এতই কাছে যে, একে টেলিস্কোপে তো বটেই, এমনকি দূরবিন দিয়েও দেখা যাচ্ছে।