ফের আতঙ্কের কম্পন! পুজোর মুখেই দুলে উঠল গোটা শহর...
কম্পনটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে।
রবিবার, ছুটির দিনে দিল্লি-এনসিআর অঞ্চলে এই কম্পন অনুভূত হল।
তবে শুধু দিল্লি নয়, কেঁপে উঠল উত্তর ভারতের বিভিন্ন এলাকা।
পশ্চিম নেপালে ৬.২ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কিছুদিন আগেই। নেপাল যথেষ্ট বিধ্বস্ত হয়েছিল।
এবারে দিল্লি-সহ কেঁপে উঠল পঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশও।
কিছুদিন আগে আফগানিস্তানে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হল। বড় মর্মান্তিক অবস্থা সেখানকার।
আজ, রবিবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ কেঁপে উঠল দিল্লি। এপিসেন্টার ছিল মাটির ১০ কিমি গভীরে। দিল্লির ৩০ কিমি দক্ষিণপূর্বে।