গরুমারায় স্বাগত যুবরাজকে, মায়ের পায়ে পায়ে খেলছে ছোট্ট ছানা, বাবা হল কিরণরাজ
মৌপিয়া নন্দী : বাবা হল কিরণরাজ। গরুমারায় একটি পুরুষ হস্তিশাবকের জন্ম দিয়েছে কুনকি হাতি মতিরানি।
শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ গরুমারার কুনকি হাতি মতিরানি একটি পুরুষ হস্তিশাবকের জন্ম দেয়। ১৮ থেকে ২০ মাস ধরে গর্ভবতী ছিল মতিরানি। মতিরানি প্রথমে মেথলায় ছিল, পরে তাকে দেখভালের জন্য গরুমারায় নিয়ে আসা হয়।
চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ভি কে যাদব জানিয়েছেন, শাবক ও মা হাতি দুজনেই সুস্থ রয়েছে। প্রসবের পরবর্তী পরিচর্যা গরুমারাতেই চলবে। গাছবাড়িতেই শাবককে নিয়ে থাকবে মতিরানি।
জন্মের পর ছোট্ট শাবকটিকে মায়ের সঙ্গে দিব্যি ঘুরে বেড়াতে দেখা যায়। ক্যামেরাবন্দি হয়েছে সেই ছবি। নতুন শাবকটিকে নিয়ে এখন রাজ্যে কুনকি হাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১১।
ওই হস্তিশাবকের নামকরণ করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তার নাম রাখা হয়েছে যুবরাজ। বনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা খুব খুশি।"