Anant-Radhika Wedding: প্রথম ছবি আউট, বিয়ের পরই আনন্দে নাচছে অনন্ত...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। কয়েক মাস ধরে প্রিওয়েডিংয়ের পর্ব সেরে সাত পাকে বাধা পড়লেন অনন্ত-রাধিকা।
আম্বানিদের বিয়ে বলে কথা! চমকের পর চমক। খাওয়া-দাওয়া থেকে পোশাক-গয়না সবেতেই একেবারে রাজকীয়তার ছোঁয়া। শুক্রবার মুম্বইতে বসে বিয়ের আসর। প্রকাশ্যে তাঁদের বিয়ের প্রথম ঝলক।
অনন্ত এবং রাধিকা ছোটবেলার বন্ধু। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আসে।
বিয়ের করতে যাওয়ার আগে স্বপরিবারে আম্বানিরা। একফ্রেমে মুকেশ, নীতা, আকাশ, শ্লোকা এবং অনন্ত আম্বানি। পাশে ইশা আম্বানির সঙ্গে তাঁর স্বামী আনন্দ পারিমল।
বিয়ের সাজে রাধিকা মার্চেন্ট। আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনা করা লেহেঙ্গায় নজরকাড়া লুকে নববধূ। গলায় জোড়োয়ার চোকার এবং হীরে পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার। সঙ্গে ম্যাচিং টিকলি, কানের ঝুমকো, রতনচুর পরেছিলেন। কনুই পর্যন্ত মেহেন্দি। হাতেও পান্না এবং হীরে দিয়ে তৈরি বাজু।