পেশোয়ারে ঋষি কাপুরের পূর্বপুরুষের হাভেলির ভবিষ্যত কী! বড়সড় সিদ্ধান্ত পাক সরকারের
রাজ কাপুর ও ঋষি কাপুরের পূর্বপুরুষের বাড়ি কি ভেঙে ফেলা হবে? এনিয়ে বহু দিন ধরেই টানাপোড়েন চলছিল পাকিস্তানে। এবার তার অবসান হল।
পেশোয়ারের কিস্সা খানি বাজারে এখনও দাঁড়িয়ে রয়েছে রাজ কাপুরদের ফেলে আসা বাড়ি। সেটি এক সময়ে ভেঙে ফেলারও কথা হয়েছিল। ভেঙে ফেলার পরিবর্তে সেখানে এবার তৈরি হবে একটি মিউজিয়াম।
পেশোয়ারের কিস্সা খানি বাজারে ওই হাভেলিটি তৈরি করেছিলেন পৃথ্বীরাজ কাপুরের বাবা বাসেশ্বরনাথ কাপুর। ১৯২৪ সালে পৃথ্বীরাজ কাপুরের জন্ম ওই হাভেলিতেই। ১৯৪৭ সালে দেশভাগের পর কাপুর পরিবার তত্কালীন বম্বেতে চলে আসে।
পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বৃহস্পতিবার জানিয়েছেন, ঋষি কাপুর অনুরোধ করেছিলেন তাঁদের পেশোয়ারের বাড়িটি ভেঙে না ফেলে সেখানে যেন মিউজিয়াম বা ওই ধরনের কোনও প্রতিষ্ঠান তৈরি হয়। আমরা সেই অনুরোধ গ্রহণ করেছি। সেখানে একটি মিউজিয়াম তৈরি করা হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেহরিয়ার খান আফ্রিদি জানিয়েছেন, ঋষি কাপুর ফোন করেছিলেন যাতে বাড়িটি সংরক্ষণ করা হয়। আমরা সেই অনুরোধে সাড়া দিয়েছি। বাড়িটিকে শীঘ্রই মিউজিয়ামে রূপান্তরিত করা হবে।