সামনে বড় রেকর্ডের হাতছানি, আজ রাতে `ফণি` হয়ে উঠতে পারেন আন্দ্রে রাসেল

Fri, 03 May 2019-4:42 pm,

ফণির দাপটের আশঙ্কায় তটস্থ বাংলার মানুষ। ঘূর্ণিঝড় ফণি এগিয়ে আসছে বাংলার দিকে। আজ রাতে ও কাল ভোরের দিকে তাণ্ডব চালাবে ফণি। তার আগে অবশ্য আইপিএলে আজ পাঞ্জাবের ফণি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে মাসলম্যানের।

পাঞ্জাবের বিরুদ্ধে আজ কলকাতার মরণ-বাঁচন ম্যাচ। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে আন্দ্রে রাসেলদের। 

কলকাতার জার্সিতে চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন রাসেল। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৫০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। প্রতি ম্যাচেই যেন ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় নামছেন তিনি। 

চলতি আইপিএলে সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন রাসেল। তাঁর পরেই রয়েছেন ক্রিস গেইল। তিনি ৩২টি ছক্কা মেরেছেন। তবে আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এখনও গেইলের রয়েছে। ৫৯টি ছক্কা মেরেছিলেন তিনি। 

অর্থাত্, গেইলকে টপকে যেতে রাসেলের চাই আর মাত্র ৯টি ছক্কা। আরও দুটি ম্যাচে খেলার সুযোগ পাবেন রাসেল। ফলে গেইলের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। তবে রাসেল আপাতত দুরন্ত ফর্মে রয়েছেন। তাই আজই গেইলকে টপকে গেল অবাক হওয়ার কিছু থাকবে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link