রাসেলের চোট নিয়ে দুঃশ্চিন্তা, আজ ইডেনে অনিশ্চিত কার্তিকের দলের `বাহুবলী`
প্র্যাকটিসের সময় নেট বোলার মিনাদ মঞ্জরেকরের বাউন্সার তাঁর কাঁধে আছড়ে পড়েছিল। যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন কলকাতা শিবিরের বাহুবলী। আশঙ্কা করা হয়েছিল, দিল্লির বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় হর্ষল প্যাটেলের বাউন্সারে যেখানে আঘাত পেয়েছিলেন এদিন আবার সেখানেই চোট পেয়েছেন রাসেল।
বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগেরদিন প্র্যাকটিসে আসেননি আন্দ্রে রাসেল। কলকাতা শিবিরের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল, রাসেলের চোটের অবস্থা ভাল নয়। চোট পাওয়া জায়গা ফুলে রয়েছে। ব্যথাও রয়েছে।
কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছিলেন, ম্যাচের দিন অর্থাত আজ রাসেলের অবস্থা বুঝে তাঁকে খেলানো হবে। আজ তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে রাসেল অনিশ্চিত।
চলতি আইপিএলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে আজ বিরাট কোহলির দলের বিরুদ্ধে জিততে হবে কলকাতাকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেল না থাকলে কলকাতার উপর যে চাপ বাড়বে তা বলাবাহুল্য।
রাসেলের পরিবর্তে তৈরি রাখা হয়েছে কার্লোস ব্রেথওয়েটকে। এই ক্যারিবিয়ানও রাসেলের মতো অলরাউন্ডার। আবার বিগ হিটারও। তবে রাসেলের মতো তিনি ততটা জোরে বোলিং করতে পারেন না। ম্যাচের আগেরদিন বেশ কিছুক্ষণ নেটে ব্যাটিং করেছেন ব্রেথওয়েট।