Durgapur: পুরসভায় রদবদল, প্রথম মহিলা মেয়র পেল ইস্পাতনগরী

Fri, 24 Dec 2021-8:43 pm,

নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই। দুর্গাপুর পুরনিগমের (Durgapur Municipalty) প্রথম মহিলা মেয়র হলেন অনিন্দিতা মুখোপাধ্যায় (Anindita Mukherjee)। শপথ নেওয়ার পর বললেন, 'এখনই হয়তো সবার আশা পূরণ করতে পারব না। কিন্তু এখন থেকে ২০২২-র নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে হবে। বহু জনহিতকর প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যেতে হবে। যতটা সম্ভব সমস্যা সমধান করতে হবে'।

কলকাতা পুরসভায় ভোট হয়ে গেল। ফের মেয়রের চেয়ারে বসলেন ফিরহার হাকিমই। ডেপুটি মেয়র অতীন ঘোষ।

 

রাজ্যের অন্য পুরসভায়গুলিতেও এবার দ্রুত ভোট করাতে চাইছেন কমিশন। আদালতে ২২ জানুয়ারি প্রথম দফায় হাওড়া-সহ ৬ পুরনিগমে, আর ২৭ ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাকি পুরসভাগুলিতে ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে।

দুর্গাপুর পুরনিগমে ভোট হয়েছিল ২০১৭ সালে। ১১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন দিলীপ অগস্তি। তৃণমূল পরিচালিত এই পুরনিগমের মেয়রের দায়িত্ব পান তিনি।

 

চলতি পুরবোর্ডের মেয়াদ শেষ হবে ২০২২-এ।  তার আগেই চলতি মাসে মেয়র পদ থেকে ইস্তফা দেন দিলীপ অগস্তি।

পরবর্তী মেয়র কে হবেন? এদিন দুর্গাপুর পুরনিগমেই দলের সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসে তৃণমূল জেলা নেতৃত্ব। সেই বৈঠকে মেয়র পদে অনিন্দিতা মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয়, সর্বসম্মতিক্রমে। এর আগে ডেপুটি মেয়র ছিলেন তিনি।

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর পুরনিগমের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণপ্রসাদ। ডেপুটি মেয়র হলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

শপথ গ্রহণের দুর্গাপুর পুরনিগমে পূর্বতন মেয়রদের শ্রদ্ধা জানান অনিন্দিতা মুখোপাধ্যায়। বাদ যাননি সিপিএমের রথীন রায়ও। বাইরে তখন আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link