একুশের আগে নজরে পাহাড়, কার্শিয়াং-এ সভা সারলেন অনিত থাপা
বিমল গুরুং পাহাড়ে পা দিতেই পাল্টা তত্পর হয়ে উঠেছে বিনয় তামাং শিবির। আজ কার্শিয়াং-এ সভা করলেন অনিত থাপা। বিমল গুরুংদের সঙ্গে একসাথে কাজ করা অসম্ভব বলে সাফ ঘোষণা করেছেন বিনয় তামাং।
"তামাং, অনিত থাপা পাহাড়ে স্বজনপোষণ করছে। একুশের নির্বাচনে আমরা দিদিকেই সমর্থন করছি।" পাহাড়ে ফিরেই এ কথা বলেছিলেন রোশন গিরি।
প্রায় সাড়ে ৩ বছর পর এদিন পাহড়ে ফিরলেন রোশন গিরি। আর ফিরেই তোপ দাগলেন বিনয় তামাং শিবিরের উদ্দেশে।
এদিন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে রোশন গিরিকে সমর্থন জানাতে চোখে পড়ে সমর্থকদের উপচে পড়া ভিড়। একই ছবি অনিত থাপার ক্ষেত্রেও।
ইতিমধ্যে জিটিএ-র বকেয়া কাজ নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। সবমিলিয়ে গুরুং-তামাং, দুই শিবিরের দড়ি টানাটানিতে একুশের ভোটের আগে ফের নজরে পাহাড়।