BCCI-এর কাছে আজীবন নির্বাসনের শাস্তি পুনর্বিবেচনা করার আর্জি IPL ফিক্সিংকাণ্ডে জড়িত অঙ্কিতের
প্রাক্তন মুম্বই ও রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অঙ্কিত চহ্বন বিসিসিআই এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে তাঁর ক্রিকেট থেকে আজীবন নির্বাসনের শাস্তি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন।
২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায় এস শ্রীসন্থ, অজিত চণ্ডিলা ও অঙ্কিত চহ্বনকে আজীবন নির্বাসন করে বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটি।
২০১৫ সালে, তথ্য প্রমাণের অভাবে তিন ক্রিকেটার এস শ্রীসন্থ, অজিত চণ্ডিলা ও অঙ্কিত চহ্বনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ বাতিল করে দিল্লি আদালত।
এদিকে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শাস্তি কমিয়ে ফেলেন শ্রীসন্থ। সাত বছরের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন তিনি। সেপ্টেম্বরেই নির্বাসনের মেয়াদ শেষ হলে কেরালা রঞ্জি দলে খেলার সুযোগ থাকছে তাঁর।
এই নিয়ে দ্বিতীয়বার এমসিএ-র কাছে শাস্তি কমানোর আবেদন করেন । ২০১৫ সালেও তিনি আজীবন নির্বাসনের শাস্তি প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায় ।