বিনোদন দুনিয়ায় পা রাখছেন অঙ্কিতার বোন, প্রকাশ্যে আশিতার `হট` ফটোশ্যুট
অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই। এবার 'গ্ল্যামার ওয়ার্ল্ড'-এ পা রাখলেন অঙ্কিতার বোন আশিতা সাহু।
ছবি-ইনস্টাগ্রাম
বোল্ড ফটোশ্যুটের মাধ্যমে 'গ্ল্যামার ওয়ার্ল্ড'-এ পা রাখলেন আশিতা সাহু।
ছবি-ইনস্টাগ্রাম
আশিতা সাহু তাঁর নিজের ইনস্টাগ্রামে ফটোশ্যুটের বেশকিছু ছবি শেয়ার করেছেন।
ছবি-ইনস্টাগ্রাম
বোন আশিতাকে শুভেচ্ছা জানিয়ে অঙ্কিতা লিখেছন, ''আমার বেবির নতুন যাত্রার জন্য আমি খুব খুশি। আশি তোমায় আশীর্বাদ করি স্বপ্ন পূরণ হোক।''
ছবি-ইনস্টাগ্রাম
অঙ্কিতা আরও লিখছেন, ''আশি আমি জানি, তোমার জন্য তোমার বাবা-মা একসময় গর্ববোধ করবে। তুমি পরবর্তী সুপার মডেল।''
ছবি-ইনস্টাগ্রাম
বোনকে অঙ্কিতার উপদেশ, ''এই কেরিয়ারে চড়াই উতরাই রয়েছে। সেটা যেন তোমায় প্রভাবিত না করে।''
ছবি-ইনস্টাগ্রাম
ইতিমধ্যেই আশিতা সাহুর ফটোশ্যুট নজর কেড়েছে।
ছবি-ইনস্টাগ্রাম
এদিকে অঙ্কিতার উদ্দেশ্যে আশিতা লিখেছেন, ''আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই ও আমায় মেয়ের মতোই বড় করেছে। বন্ধুর মত মিশেছে। আশাকরি সকলেই বুঝতে পারছেন কার কথা বলছি। এটা হল আমার দিদি।''
ছবি-ইনস্টাগ্রাম
আশিতা আরও লিখেছেন, ''আমার দিদিই আমার আত্মবিশ্বাস, আমার শক্তি, আমি বাড়ি ফিরেছি কিনা যে মানুষটি সবথেকে আগে খোঁজ নেয়, সে হল আমার দিদি।''
ছবি-ইনস্টাগ্রাম
প্রসঙ্গত, আশিতা সাহু হলেন অঙ্কিতার মাসতুতো বোন।
ছবি-ইনস্টাগ্রাম