`মৃগয়া: প্রথম অধ্যায়` ছবির শুভ মহরৎ, হাজির অঙ্কুশ-দর্শনা
টলিউডে নতুন পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ হাজরা ও দর্শনা বণিক। ছবির নাম 'মৃগয়া: প্রথম অধ্যায়'।
রবিবার হয়ে গেল পরিচালক শৌভিক ভট্টাচার্যের ছবির শুভ মহরৎ। সেখানেই হাজির হয়েছিলেন অঙ্কুশ ও দর্শনা বণিক।
আর এই ছবির প্রধান ভূমিকায় রয়েছেন অঙ্কুশ। ছবিতে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর অফিসার অঞ্জন সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করছেন। অঙ্কুশের স্ত্রী ভূমিকায় দেখা যাবে দর্শনা বনিককে।
'মৃগয়া: প্রথম অধ্যায়' ছবিতে স্থানীয় পুলিস অফিসার ইন্সপেক্টর মাইতির ভূমিকায় রয়েছেন অভিনেতা সুব্রত দত্ত।
'মৃগয়া: প্রথম অধ্যায়' ছবির শ্যুটিং শুরু হচ্ছে ১৯ নভেম্বর থেকে।