Ankush Hazra: ‘আমি আহত হওয়ায় যারা খুশি তারা জানে না...’ নিন্দুকদের সতর্ক করলেন ‘মির্জা’ অঙ্কুশ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মির্জার শ্যুটিং ফ্লোরে আহত হয়েছেন অঙ্কুশ হাজরা। বছরের প্রথমদিনে তিনি নিজেই জানান সেই খবর।
নতুন বছরে অঙ্কুশ একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার হাঁটুতে ব্যান্ডেজ।
অঙ্কুশ লেখেন, ‘এভাবেই আমার নতুন বছর শুরু হল। মির্জায় স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হয়েছি।’
অভিনেতা আরও লেখেন, ‘এই ব্যথা অসহ্য কিন্তু তাসত্ত্বেও ২০২৪ সাল আমার কাছে খুবই স্পেশাল কারণ আমি খুবই এক্সাইটেড এটা জানাতে পেরে যে ২০২৪ সালে মির্জা আমার প্রথম রিলিজ। এটার জন্য আমি আমার রক্ত ও ঘাম এক করে ফেলছি’।
অঙ্কুশের দ্রুত আরোগ্য কামনা করেছেন স্বস্তিকা দত্ত, পূজা ব্যানার্জি সহ আরও অনেকেই।
অঙ্কুশের পোস্টের নিচে ঐন্দ্রিলা লেখেন, তিনিও শ্যুটিংয়ে আহত হয়েছেন।
অঙ্কুশের দাবি তাঁর আহত হওয়ার কথা জানতে অনেকেই খুশি হয়েছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তাঁদেরই এক হাত নিলেন অভিনেতা।
অঙ্কুশ বলেন, ‘আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানেনা জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি খাওয়ার মত। একটা হালকা ফুঁই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্যে’।
পাশাপাশি অঙ্কুশ আরও বলেন, ‘এটা মির্জা না অঙ্কুশের বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না’।
ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। বাংলা ছবিতে অন্য মাত্রায় অ্যাকশন নিয়ে আসতে চলেছেন অঙ্কুশ, এমনটাই খবর।