Ring of Fire কি দেখা যাবে আসন্ন Solar Eclipse-য়ে?
সাম্প্রতিক সময়ে বেশ কিছু মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকলাম আমরা। ব্লাড মুন, সুপার মুন, পূর্ণ চন্দ্র গ্রহণ। আর একটি মহাজাগতিক ঘটনা এবার দরজায় কড়া নাড়ছে।
২০২১ সালের প্রথম সূর্য গ্রহণের (solar eclipse) লগ্ন আসছে। ১০ জুন, বৃহস্পতিবার। 'Ring of Fire' দেখার বিরল লগ্ন হল সূর্যগ্রহণ। তবে বিজ্ঞানীরা বলছেন, ভারত থেকে রিং অফ ফায়ার না-ও দেখা যেতে পারে।
সকলেই মোটামুটি জানেন, কখন সূর্যগ্রহণ হয়। যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় আসে। তখন পৃথিবী থেকে আমরা যেন দেখি চাঁদ সূর্যকে ঢেকে দিল। কার্যত তা অসম্ভব। কিন্তু দূরত্বের কারণে এটা ঘটে। এবার, সূর্যকে চাঁদ ঢেকে দিলেও সূর্যের আলোর কিরণরশ্মি (glowing halo) চাঁদের পারপাশ দিয়ে ঠিকরে বেরোয়। অন্ধকার আকাশে সেটা দেখতে অনেকটা আংটির মতো লাগে। আংটি, তবে তা ধাতু বা পাথরের নয়, আগুনের। এবারেও এরকমম ঘটবে এবং সেটা মোটামুটি ১ ঘণ্টা স্থায়ী হবে।
তবে চাঁদ কখনোই সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারবে না, কারণ, চাঁদ নিজে তো গতিশীলই, এমনকী আমরা, পৃথিবীবাসীরাও তো স্থির নই। প্রতি মুহূর্তে আমাদেরও অবস্থানের পরিবর্তন ঘটছে। ফলে সব সময়ই চাঁদের চারপাশ থেকে বিকিরিত হবে সূর্যরশ্মি।
মোটামুটি ৩ ধরনের solar eclipse হয়। পূর্ণ গ্রহণ, আংশিক গ্রহণ আর বার্ষিক গ্রহণ। চাঁদ যখন পৃথিবী থেকে সব চেয়ে দূরে থাকে তখনই annular eclipse ঘটে। দূরে থাকে বলে চাঁদকে তখন খুব ছোট্ট দেখায়। এবং সূর্যকে তা মোটেই পুরোপুরি ঢেকে দিতে পারে না Nasa জানায় , solar eclipse চলা কালীন চাঁদ পৃথিবীর উপর দু'টি ছায়াপাত ঘটায়। প্রতি ১৮ মাসে এটা ঘটে।
১০ জুনের সূর্য গ্রহণ হল অ্যানুয়্যাল সোলার একলিপস। এদিন কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে ভাল ভাবে এই গ্রহণ দেখা যাবে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও নজরে আসবে 'রিং অফ ফায়ার'। ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ এবং কুমেরুর উত্তরাংশ থেকেও আংশিক ভাবে গ্রহণ নজরে আসবে।
কানাডা থেকে তিন মিনিটের জন্য রিং অফ ফায়ার দেখা যাবে। তবে গ্রহণ তার চূড়ান্ত রূপ ধারণ করবে গ্রিনল্যান্ডের আকাশে। আমেরিকাও অবশ্য এবার রিং অফ ফায়ার দেখতে পাবে না।
১০ জুন গ্রহণ ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। এর মধ্যে গ্রহণের 'পিক' দেখা যাবে বিকেল ৪টে ১১ মিনিট নাগাদ। প্রসঙ্গত, চলতি বছরেই ৪ ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। তবে সেটিও ভারত থেকে দেখা যাবে না।