ভিঞ্চির ‘ভার্জিন অন্য দ্য রক্স’-এর ভিতরে লুকিয়ে আরও একটি ছবি, কী খুঁজে পেলেন?
ছবির ভিতরে ছবি। তাও আবার যে সে ছবি নয়। খ্যাতিনামা চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। তাঁরই এক মহান কৃতি ভার্জিন অন দ্য রক্সের মধ্যে লুকিয়ে রয়েছে আরেক ছবি। শতকের পর শতক সেই লুকোনো ছবি সবার চোখের আড়ালে ছিল।
কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটা সবার সামনে নিয়ে এলেন গবেষকরা। কি আছে সেই লুকোনো ছবিতে? ছবিতে ছোট্ট বাচ্চা হিসেবে প্রভু যীশুকে দেখানো হয়েছে। যীশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এক পরী। খালি চোখে এই পেইন্টিং দেখলে বোঝার উপায় নেই যে এখানে লুকিয়ে রয়েছে আরেকটি ছবি। ইনফ্রারেড লাইট এবং এক্সরে ফ্লুরোসেন্সের মাধ্যমে ছবির ভিতরে লুকিয়ে থাকা ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
এক্সে ফ্লুরোসেন্স ছবির ভিতরে রসায়নগুলিকে অ্যাক্টিভেট করে তোলে। দা ভিঞ্চির ছবির ক্ষেত্রে প্রচুর পরিমাণে দস্তা পাওয়া গিয়েছে। স্পষ্ট যে ছবি আঁকতে দস্তা ব্যবহার করেছিলেন লিওনারদো দা ভিঞ্চি।
জীবদ্দশায় দু’বার ভার্জিন অন দ্য রক্স ছবিটি এঁকেছিলেন তিনি। দ্য ভিঞ্চির দ্বিতীয় সংস্করণের পেইন্টিংয়ের মধ্যে আরেকটি পেইন্টিং খুঁজে পাওয়া গেছে।
১৫০৮ সালে আঁকা এই ছবিতে ভার্জিন মেরি, প্রভু যীশু এবং জন দ্য ব্যাপ্টিস্টকে দেখানো হয়েছে। তৈলচিত্রে এই ছবিটি ছয় ফুটেরও বেশি উঁচু। ভার্জিন অন দ্য রক্সের মধ্যে আরেকটি ছবিকে খুঁজে বের করা হয়েছে, কিন্তু ছবির ভিতরে ছবি কেন রয়েছে, সেই রহস্যটা কিন্তু রহস্যই থেকে যাবে।
এর আগেও লিওনার্দো দ্য ভিঞ্চির আরেক বিখ্যাত ছবি মোনালিসার মধ্যেও অন্য ছবির হদিশ পাওয়া গিয়েছে। ছবির ভিতরে ছবি লুকিয়ে রাখা দ্য ভিঞ্চির স্টাইল ছিল না এভাবে ছবি এঁকে তিনি কোনও বার্তা দিতে চেয়েছিলেন? এই রহস্য কি বিশ্ব জানতে পারবে?