হ্যামিলটনে ধোনিকে টপকে গেলেন ক্যাপ্টেন কোহলি
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিলটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
অকল্যান্ডে প্রথম ম্যাচে ৪৫ এবং দ্বিতীয় ম্যাচে ১১ রান করেন বিরাট কোহলি। হ্যামিলটনে নামার আগে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে বিরাটের সংগ্রহে ছিল ১০৮৮ রান।
টি-টোয়েন্টিতে এমএস ধোনি অধিনায়ক হিসেবে ১১১২ রান করেছেন। এদিন ২৫ রান করতে পারলেই ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক হওয়ার হাতছানি ছিল কোহলির সামনে।
বুধবার ২৭ বলে ৩৮ রান করেন বিরাট কোহলি।
অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে বিরাটের রান এখন ১১২৬। টপকে গেলেন ধোনিকে।