IPL 2020: আমিরশাহিতে আগুনের গোলা! লিগের ইতিহাসে দ্রুততম বলটি করলেন নর্টজে!
মরু শহরে আইপিএলে ব্যাট হাতে অনেকে ঝড় তুললেও এবার বল হাতে গতিতে বাকিদের টেক্কা দিলেন এনরিক নর্টজে।
আমিরশাহি আইপিএলে যেন আগুন ছোটাচ্ছেন নর্টজে। এবারের আইপিএলে ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে নিয়মিতই বল করে চলেছেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকার পেস বোলার এনরিক নর্টজে বুধবার ছাপিয়ে গেলেন সবাইকে। আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলিংয়ের নজির এখন তাঁর নামের পাশে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ঘণ্টায় ১৫৬.২ কিলোমিটার বেগে বল করেন তিনি। যা আইপিএলের ইতিহাসে রেকর্ড।
বুধবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেই ঘণ্টায় ১৫৫.২১ কিলোমিটার বেগে বল করে বাটলারের উইকেট তুলে নেন নর্টজে। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম বল।
নর্টজের আগে আইপিএলের ইতিহাসে দ্রুততম বলটি করেছিলেন দক্ষিণ আফ্রিকারই পেসার ডেল স্টেইন (ঘণ্টায় ১৫৪.৪ কিমি)।