`তুমিই আমার আশ্রয়`, অর্জুনের জন্মদিন আবেগতাড়িত বোন অংশুলা
দাদা অর্জুন কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বোন অংশুলা কাপুর লিখেছেন, ''আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তোমার হৃদয় অনেক বড়। আমি তোমার কাছে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। তুমি আমর উপর সবসময় নজর রেখেছো।'' অংশুলা আরও লিখেছেন, '' তোমারে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে সবসময় পাশে পেয়েছি। তুমি আমার কাছে শিরদাঁড়ার মতো। আমার মাথায় সবসময় হাত রাখার জন্য ধন্যবাদ, আমি সবসময় তোমার কাঁধে মাথা রাখতে পারি। আমার জীবনে সবসময় চালনা করার জন্য ধন্যবাদ। এমনকি আমার জীবনে পথে আমি যাতে কখনও পড়ে না যাই, তার সবসময় খেয়াল রেখেছো। বাড়ি বলতে আমি তোমাকেই বুঝি। তুমি আমার কাছে আশ্রয়ের মতো। তোমাকে আমি অসম্ভব ভালোবাসি ''
দু'দিন আগেই দাদা অর্জুন কাপুরের সঙ্গে ছেলেবেলার এই বিশেষ ছবি পোস্ট করেছিলেন অংশুলা কাপুর।
বেশকিছুদিন আগে এই ছবি পোস্ট করে অংশুলা লিখেছিলেন তুমি সব সময় আমার পিছনে ছিলে।
দাদা অর্জুন কাপুরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এর আগেও একাধিক পুরনো ছবি পোস্ট করেছেন অংশুলা।
অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাহ্নবী কাপুর। লিখেছেন, '' জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তুমি এমন একজন মানুষ, যে তুমি আমাদের সঙ্গে থাকলে সব সময়ই মজা করতে থাকো। কখনও কখনও আমাকে নিয়েও মজা করো। ''
অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছেলেবেলার ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। লিখেছেন, '' রাস্তায় নাচ করা হোক কিংবা দৌড়ে বেড়ানো, ছেলেবেলায় তোমার সঙ্গে কাটানো কোনও মুহূর্তই আমার নিরস কাটেনি। তুমি সবসময় আমাকে হাসিয়েছো এবং অদ্ভুত কাণ্ড করেছো। তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ''
অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা কাকু অনিল কাপুরের।
অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা ফারহা খানের।
অর্জুন কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদীর।
অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা অনন্যা পাণ্ডের।
অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা কাপুর।