`Molnupiravir` ওষুধ ২৪ ঘন্টার মধ্যে রোধ করবে করোনা, দাবি গবেষকদের

Sun, 06 Dec 2020-12:27 pm,

নিজস্ব প্রতিবেদন: নিউইয়র্ক, গবেষকরা আবিষ্কার করেছেন একটি নতুন অ্যান্টিভাইরাল ড্রাগ।  MK-4482/EIDD-2801, যার পোশাকি নাম মলনুপীরাভীর। যা  SARS-CoV-2-কে  ২৪ ঘণ্টার মধ্যে দমন করবে বলে দাবি গবেষকদের। 

নেচার মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি (জিএসইউ) এর গবেষণা দলটি প্রাথমিকভাবে জানিয়েছে,  ড্রাগটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সিদ্ধহস্ত।  

জিএসইউর গবেষণার লেখক রিচার্ড প্লেম্পার বলেছেন, "SARS-CoV-2 সংক্রমণ দ্রুত বন্ধ করার জন্য  MK-4482/EIDD-2801  গেম-চেঞ্জিং হতে পারে।"

প্রসঙ্গত, দেশবাসীকে এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন করোনার ভ্যাকসিনের জন্য দেশবাসীকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসছে ভ্যাকসিন।

এক সর্বদলীয় বৈঠক থেকে মোদী জানিয়েছেন, ভারতে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিজ্ঞানীরা অনুমতি দিলেই আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে ঘরে ঘরে চলে আসবে টিকা। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link