`২০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৬ লাখ ভোটে জিতব`
কমলিকা সেনগুপ্ত: ৫ থেকে ৬ লাখ ভোটে জিতব। ভোটের আগের দিন হুঙ্কার দিলেন অনুব্রত মণ্ডল।
তাঁর সাফ কথা, ২০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৫ থেকে ৬ লাখ ভোটে জিতবে তৃণমূল।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শাসকদলের হয়ে ভোট করাতে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ভোটকর্মীরা। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে তাঁকে গৃহবন্দি করে রাখার দাবি তুলেছেন তাঁরা।
শুধু নজরবন্দি করা নয়, অনুব্রত মণ্ডলকে ঝাড়খণ্ডে পাঠিয়ে দেওয়াও দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
যদিও সেসবকে জাস্ট পাত্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির দাবি, "গুড়-বাতাসা, নকুলদানা সব দেওয়া হয়ে গেছে। উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আমাকে নজরবন্দি করে লাভ নেই।"
এদিনও দলীয় কার্যালয়ে চোখে পড়ল, ভোটের আগেরদিন কর্মীদের নকুলদানা বিলোচ্ছেন 'কেষ্টদা'। এই নিয়ে জিজ্ঞাসা করতে নিজেই বললেন, "কর্মীরা এসেছে। নানুরে কাল কী করতে হবে বলে দিলাম। নকুলে সংকেত থাকতে পারে!"