৫৭০ ভরি সোনার গয়নাতে সাজল Anubrata-র কালী, দেখুন ছবিতে
নিজস্ব প্রতিবেদন : ৫৭০ ভরি সোনায় গয়নায় সাজল কালী প্রতিমা। এদিন তৃণমূলের জেলা কার্যালয়ের কালী মন্দিরে প্রতিমাকে সোনার গয়না পরান অনুব্রত মন্ডল। তিনি-ই জানালেন যে এবার ৫৭০ ভরির উপর সোনা পড়েছে মন্দির।
বীরভূম জেলার বোলপুরে তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের কালীপুজো এক অন্যতম আকর্ষণ। যে পরিমাণ সোনার গয়না এবার প্রতিমাকে পরানো হয়েছে, তার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকারও বেশি।
অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই এদিন প্রতিমাকে গয়না পরানো হয়। এত পরিমান সোনার গয়না প্রতিমাকে পরানোর কারণে, দলীয় কার্যালয়ে পুলিসি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে।
এদিন প্রতিমাকে গয়না পরানোর পর অনুব্রত মণ্ডল বলেন, "যেমন পুজোতে আমি থাকি সেভাবেই থাকব। মা আমার কথা রাখে। মাকে আমি আমার মনের কথা জানিয়ে চাইব।"
একইসঙ্গে তিনি আরও বলেন , "সকলে সোনা দিচ্ছেন। সেই কারণেই ৫৭০ ভরির উপর সোনার গয়না এবারে প্রতিমাকে পরানো হচ্ছে।" প্রসঙ্গত, গতবছর প্রতিমাকে ৩৫০ ভরি সোনার গয়না পড়ানো হয়েছিল।