Anubrata Mandal: জামিন অনুব্রতের! এবার কি `কারামুক্ত` কেষ্ট? পুজোর আগেই ফিরছেন বীরভূমে?
রাজীব চক্রবর্তী: মেয়ে পেয়েছিল আগেই, পিতৃপক্ষে এবার পিতার জামিন। গোরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল।
১০ লক্ষ টাকার বেল বন্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ইডি মামলায় জামিন পেলেন কেষ্ট।
এরফলে অনুব্রত মণ্ডলের জেলমুক্তিতে কোনও বাধা থাকল না। কারণ গত ১৩ জুলাই সিবিআইয়ের মামলায় অনুব্রতকে আগেই জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
আজ ইডি মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলেন রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার।
তবে লিখিত নির্দেশ আগামিকাল দেওয়া হবে। তাই সেক্ষেত্রে আজ-ই মুক্তি পাচ্ছেন না অনুব্রত।
গতবছর ৮ মার্চ দোলের দিন অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছিল ইডি। তারপর থেকে দিল্লির তিহাড় জেলে আছেন কেষ্ট।