অনুব্রতর আরোগ্য কামনায় শাল-চন্দন কাঠে বিশাল যজ্ঞ, কোন উপকরণ কত পরিমাণ লাগল?
নিজস্ব প্রতিবেদন : অনুব্রত মন্ডল অসুস্থ, তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য বিশাল হোম যজ্ঞের আয়োজন করা হল নানুরে।
প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে CBI পঞ্চম বার ডাকার পর কলকাতা গিয়েছিলেন অনুব্রত মন্ডল। যদিও নিজাম প্যালেসে যাননি অনুব্রত।
মাঝ রাস্তা থেকে SSKM-এর দিকে বাঁক নেয় অনুব্রত মন্ডলের কনভয়। শারীরিক অসুস্থতার জন্য SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি তিনি।
অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই SSKM-এ ভর্তি আছেন অনুব্রত মন্ডল। তাঁর দ্রুত সুস্থতা কামনায় এদিন নানুরের বাসাপাড়ায় কালীমন্দিরে চলে বিশাল হোম যজ্ঞ।
অনুব্রত মন্ডলের আরোগ্য কামনায় ১০ কেজি বেল কাঠ, ৫ কেজি শাল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ৫ কেজি ঘি ও ১০৮ টি বেল পাতা দিয়ে যজ্ঞ করা হচ্ছে।
ইতিমধ্যেই এই যজ্ঞ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যজ্ঞে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কিং খান, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ।