Anubrata Mondal Controversial Remarks: গুড়-বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম! কেষ্টর নজরকাড়া বাণী...বচন...বাক্যবাণ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনুব্রত মণ্ডল আর বিতর্কিত মন্তব্য। বার বারই সংবাদের শিরোনামে এসেছে 'কেষ্ট'র বিতর্কিত সব বাক্যবাণ। চলুন একনজরে দেখে নেওয়া যার অনুব্রত-র সেইসব 'বাণী'!
'কোনও নির্দল প্রার্থীকে ভোট নয়। আর যদি কোনও নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে জ্বালিয়ে দিন। আর যদি কোনও প্রশাসন বলে, নির্দল প্রার্থীকে সমর্থন করুন। তাহলে সেই প্রশাসনের পুলিসের গায়ে বোমা মারুন।'
'ময়দানে কংগ্রেস, সিপিআই, বিজেপি কিছুই নেই। বাজানোর জায়গা নেই। কী বাজাব? কিন্তু বাজাতে তো কিছু একটা হবে। ৫ দিন নিশ্চয়ই কিছু একটা বাজাব। পাঁচন ভালো হবে! বীরভূম জেলায় পাঁচন ভালো হবে।'
'পঞ্চায়েত ভোট করবে এখানকার অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, বুথ সভাপতি। ওরাই যথেষ্ট! অন্য লোকের দরকার হবে না। কেউ সামনে আসবেন না, কেউ ফাইল করবেন না। চিন্তা নাই! ফাইল করতে যাবে না... কে জানে!'
'হকি নিশ্চয়ই খেলবে। ৫টার পর খেলবে... ৫টার পর ঠান্ডা মাথায় খেলবে।'
পঞ্চায়েত ভোটে বাজার গরম করেছিল অনুব্রতর 'গুড়-বাতাসা' দাওয়াই। অনুব্রত বলেছিলেন, 'ব্লক অফিসে গুড়-বাতাসা, জল নিয়ে দাঁড়িয়ে থাকবেন তৃণমূল কর্মীরা। গরমে মনোনয়ন জমা দিতে গেলে গুড়-বাতাসা আর জল খাওয়ানো হবে।'
বিধানসভা ভোটের আগেই অনুব্রতের মুখে শোনা গিয়েছিল 'চড়াম চড়াম' করে ঢাক বাজানোর কথা। প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরে তিনি বলেছিলেন, 'বিরোধীদের জন্য চড়াম চড়াম করে ঢাক বাজবে।'
এই অনুব্রত মণ্ডলই বলেছিলেন, 'নকুলদানা খেলে আঙুল অন্য কোথাও যাবে না।' পাশাপাশি, একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে তৃণমূলের 'খেলা হবে' স্লোগানকে আরও এক ধাপ চড়িয়ে তিনি বলেছিলেন, 'ভয়ঙ্কর খেলা হবে।'
'নেহি ঝুঁকেগা। ঝুঁকতে অনুব্রত মণ্ডল শেখেনি। জীবনে ঝুঁকিনি। এখনও ঝুঁকব না। আমি কি কাপুরুষ নাকি যে ঝুঁকব? মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকি।'