মাছ, মাংসকে বিদায় জানিয়ে শাক সবজি খেয়েই দিন কাটছে বলিউডের একগুচ্ছ তারকার
২০১৯ সাল থেকে নিজেকে ''ভেগান'' বলে পরিচয় দেন শ্রদ্ধা কাপুর। ২০১৯ সাল থেকেই আমিষ খাবারকে বিদায় জানিয়েছেন শক্তি কাপুরের মেয়ে। নিজের খুশির জন্যই আমিষ খাওয়া ছেড়েছেন বলে জানান শ্রদ্ধা।
২০১৪ সাল থেকে নিরামিষ খাবার খেতে শুরু করেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।
কোনওদিনই খুব বেশি আমিষ খাবার পছন্দ করতেনা না তবে টুকটাক আমিষ খাবারকে ছাড়তে পারছিলেন না। লকডাউনের মধ্যে সিদ্ধান্ত নেন, আর নয়। তারপরই মাছ, মাংস খাওয়াকে বিদায় জানান ভূমি পেদনেকর।
২০১৮ সালে নিজেরে নিরামিষাসী বলে ঘোষণা করেন অনুষ্কা শর্মা। আমিষ খাবার ছাড়ার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তা তাঁর জীবনের অন্যতম গুকুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও মনে করেন অনুষ্কা। তাঁর খাবারের অভ্যেস থেকে কোনো পশু, পাখি কষ্ট পাবে, তা মেনে নিতে পারছিলেন না। সেই কারণেই বিদায় জানিয়েছেন আমিষ খাবারকে। জানান অনুষ্কা
বেশ কয়েক বছর ধরে আমিষ খাবারকে বিদায় জানিয়ে নিরামিষ খেয়ে দিন কাটাচ্ছেন শাহিদ কাপুর
পশু, পাখিকে বড্ড ভালবাসেন তাই কোনও মাংস তিনি খেতে পারেন না। শুধু তাই নয়, নিজের ডায়েট চার্ট থেকে মাংসের পাশাপাশি দুধজাত খাবারকেও বিদায় জানিয়েছেন জ্যাকলিন
ভারতবর্ষে যে ধরনের গরম পড়ছে, তাতে মাংস না খাওয়াই তার কাছে ভাল বলে মনে হয়। আগে আমিষ খেতেন তবে খুব যে পছন্দ করতেন তা নয়। বর্তমানে একেবারেই আমিষের ধারপাশ দিয়ে যান বলে জানান আলিয়া। বর্তমানে যে খাবারের নিয়ম তিনি পালন করছেন,তা ভবিষ্যতেও করবেন বলে আশা প্রকাশ করেন মহেশ ভাট-কন্যা