জন্মদিনে নিজেকে এই বিশেষ উপহার দিলেন অনুষ্কা

Tue, 01 May 2018-2:33 pm,

বরাবরই পশু-পাখিদের প্রতি অনুষ্কা শর্মার একটা অন্যরকম ভালোবাস বা টান রয়েছে। বহুদিন ধরেই পশুদের জন্য বিশেষ আশ্রয়স্থল বানাতে চাইছিলেন অনুষ্কা শর্মা। ৩০-এর জন্মদিনে এবার নিজেকে এই বিশেষ উপহারটিই দিতে চলেছেন বিরাট ঘরনী।

বহুদিন ধরেই পশু-পাখিদের জন্য কাজও করে আসছেন অনুষ্কা শর্মা। যেকারণে গত ডিসেম্বরে 'PETA 's Person of The Year' পুরস্কারও জিতে নিয়েছেন অনুষ্কা। এমনকি আলিয়া ভাটের জন্য অনুষ্কাও পশুদের জন্য একটি NGO চালান।

তবে বহুদিন ধরেই অনুষ্কার স্বপ্ন ছিল পশুদের জন্য তিনি একটি আশ্রয়স্থল বানাবেন। ৩০-এর জন্মদিনে এবার সেই স্বপ্নই পূরণ করতে চলেছেন অভিনেত্রী। আহত এবং বৃদ্ধ হয়ে যাওয়া পশুদের সেবার জন্য একটি আশ্রয় স্থল বানাতে চলেছেন অনুষ্কা শর্মা।

পশুদের এই আশ্রয়স্থল প্রকল্পের কথা জন্মদিনে নিজেই এক বিবৃতিতে জানিয়েছেন অনুষ্কা শর্মা। যার জন্য সকলের শুভেচ্ছা কামনাও করেছেন অভিনেত্রী।

জানা গিয়েছে শহর থেকে বহু দূরে ৬ একর জমির উপর তৈরি হচ্ছে অনুষ্কার এই স্বপ্নের প্রকল্প। যে তিনি বৃদ্ধ ও আহত পশুদের বসবাসের ব্যবস্থা করছেন। ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।

অনুষ্কার এই প্রকল্পের জন্য ZEE ২৪ ঘণ্টার তরফেও রইল অনেক শুভেচ্ছা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link