বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন না অনুষ্কা শর্মা
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকতে পারবেন না অনুষ্কা শর্মা। বিসিসিআই-এর নতুন নিয়মে গেরোয় আটকে গেলেন বিরাট-পত্নী।
ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের বিশ্বকাপে উপস্থিত থাকার ব্য়াপারে কিছু বিধিনিষেধ জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্য়াচের ২১ দিন পর ক্রিকেটারদের সঙ্গে যোগ দিতে পারবেন তাঁদের স্ত্রী ও বান্ধবীরা। থাকতে পারবেন আগামী ১৫ দিন।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচ ১৬ জুন। বোর্ডের নিয়ের জেরে সেই ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন না অনুষ্কা।
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ম্য়াচের পর ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা ঠিক করতে পারেন কবে তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে সেটা প্রথম ম্য়াচের ২১ তার বেশি দিন পর হতে হবে।