Virat Kohli Birthday: কোহলির জন্মদিনে ফ্যানেদের `বিরাট` উপহার! প্রথমবার ভামিকা-অকায়ের ছবি পোস্ট অনুষ্কার...

Tue, 05 Nov 2024-5:57 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সারা বিশ্ব জুড়ে ফ্যানেরা সেলিব্রেট করছে বিরাট কোহলির জন্মদিন। আর সেই জন্মদিনেই ফ্যানেদের বড় উপহার দিলেন বিরাটপত্নী অনুষ্কা। 

 

বরাবরই মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে ক্যামেরা থেকে দূরে রাখেন বিরাট ও অনুষ্কা। 

 

ভামিকার ছবি একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তবে অকায়কে এখনও লোকচক্ষুর সামনে আনেননি বিরাট ও অনুষ্কা। 

 

ভামিকা ও অকায়কে নিয়ে এখন লন্ডনেই সেটেল হয়েছেন তারকা দম্পতি, এমনটাই খবর। শোনা যায় যে সেখানেই মেয়ের স্কুলিং করবেন তাঁরা। 

 

গতবছর লন্ডনেই ছেলে অকায়ের জন্ম দিয়েছেন অনুষ্কা। আপাতত সেখানেই রয়েছেন তাঁরা। 

 

বিরাটের জন্মদিনে এই প্রথমবার ছেলে ও মেয়ের সঙ্গে বিরাটের ছবি পোস্ট করলেন অনুষ্কা। চোখের নিমেষে ভাইরাল সেই ছবি। 

 

তবে ছেলে ও মেয়ের ছবিতে তাদের মুখে লাভ স্টিকার আটকে দিয়েছেন অনুষ্কা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link