অনুষ্কাকে নিয়ে ক্লিনিকে বিরাট, ক্যামেরাবন্দি `পাওয়ার-কাপল`
বিরাট কোহলির সঙ্গে ক্যামেরাবন্দি অনুষ্কা শর্মা। মুম্বইয়ে ক্লিনিকের বাইরে অনুষ্কার সঙ্গে দেখা যায় বিরাটকে
আর কয়েকদিনের মধ্যেই বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্কা-বিরাট সুখবর দিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যায়। তার আগেই এবার স্ত্রীকে নিয়ে ক্লিনিকে হাজির হন বিরাট কোহলি
কালো রঙের পোশাক পরে, মুখে মাস্ক এঁটে ক্লিনিকে হাজির হন অনুষ্কা শর্মা। স্ত্রীকে আগলে রেখে ক্রমশ ক্লিনিকে চলে যান বিরাট
২০২০ সালের অগাস্ট মাসে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা সুখবর দেন ভক্তদের
বিরাট-অনুষ্কা ওই সুখবর দেওয়ার পর থেকেই দেশের এই পাওয়ার কাপলের উপর ক্যামেরা তাক করে থাকতে দেখা যায় পাপারাৎজিকে