Apple Store: মুম্বইয়ের পর দিল্লি, কুকের হাত ধরে দেশজুড়ে অ্যাপেল-এর ডালপালা

Thu, 20 Apr 2023-3:18 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের পর দিল্লিতে খুলল দেশে অ্যাপেলের দ্বিতীয় স্টোর। নয়া এই স্টোরের নাম অ্যাপেল সাকেত! 

 

দিল্লিতে অ্য়াপেলের স্টোর খুলতেই উপছে পড়ল ক্রেতাদের ভিড়। সেখানেই এক খুদের সঙ্গে আইপ্যাড হাতে আড্ডায় মগ্ন হতে দেখা গেল কুককে। 

 

অ্যাপেলপ্রেমী এক যুবতীকে দেখা গেল কুকের সঙ্গে সেলফি তুলতেও। রাজধানীর বুকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত কুক। 

 

টুইটে তিনি লিখেছেন, 'কী অসাধারণ স্বাগত অভ্যর্থনা, দিল্লি, ধন্যবাদ! আমাদের নতুন স্টোর- অ্যাপেল সাকেটে ক্রেতাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমরা।'

 

দিল্লিতে অ্যাপেলের স্টোর উদ্বোধনের আগে বুধবার ন্যাশনাল ক্রাফট্স মিউজিয়াম অ্যান্ড হস্তকলা অ্যাকাডেমি ঘুরে দেখেন কুক। সেখানে পোশাক থেকে কাঠের জিনিসে হাতের কাজ দেখে অভিভূত হন তিনি। ভারতীয় নকশা মুগ্ধ করে তাঁকে।

একইসঙ্গে ঘুরে দেখেন দিল্লির লোধি আর্ট ডিস্ট্রিক্টও। ভারতীয় শিল্পকলাকে চাক্ষুষ করেন। তারিফ করেন দক্ষতার সঙ্গে জনজীবনকে ক্যানভাসে ফুটিয়ে তোলার ভারতীয় শিল্পীদের অসামান্য নৈপুণ্যের।

সবমিলিয়ে রাজধানীর আমেজে বুঁদ টিম কুক। এমনকি গতকাল দিল্লির চাঁদনি চকে গিয়ে বিখ্যাত জিলিপির স্বাদও নেন টিম কুক। পাশাপাশি, দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link