নতুন ফোন লঞ্চ করার পরই দাম কমলো আইফোনের এইসব মডেলের
আইফোনের নতুন কয়েকটি মডেল বাজারে আনার পরই পুরনো কয়েকটি মডেলের দাম কমাল অ্যাপল। এবার পুরনো মডেলের মধ্যে iPhone 6s এর দাম পড়বে ২৯,৯০০ টাকা, iPhone 6s Plus এর দাম পড়বে ৩৪,৯০০ টাকা। বুধবারই অ্যাপল লঞ্চ করেছে iPhone XS, iPhone XS Max, ও iPhone XR। ২৮ সেপ্টেম্বর থেকে ভারতে ওইসব ফোনের বিক্রি শুরু হবে।
এখন iPhone X এর দাম শুরু হবে ৯১,৯০০(৬৪জিবি) থেকে। এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ১.০৬,৯০০ টাকা। গত বছর লঞ্চ করার পর এর দাম ছিল যথাক্রমে ৯৫,৩৯০ টাকা ও ১,০৮,৯৩০ টাকা।
iPhone 8 ও iPhone 8 Plus এর দাম গত বছরও কমানো হয়েছিল। এখন ওই দুটি ফোন পাওয়া যাবে ৫৯,৯০০ টাকায়(৬৪ জিবি) ও ২৫৬ জিবি স্টোরেজের দাম পড়বে ৭৪৯০০ টাকা।
দাম কমছে iPhone 7 ও iPhone 7 Plus এর। iPhone 7 এখন মিলবে ৩৯৯০০ টাকায়। iPhone 7 Plus এর ৩২ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৯৯০০ ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৫৯৯০০ টাকা।
এবার iPhone 6s পাওয়া যাবে ২৯,৯০০ টাকায়। আগে ৩২ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৪২,৯০০ টাকা। iPhone 6s Plus এর দাম শুরু হচ্ছে ৩৪,৯০০ টাকায়। আগে এই দাম ছিল ৫২,২৪০ টাকা।