প্রতিদিন শক্তি বাড়াচ্ছে করোনা, এবার ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৫০ হাজার

Mon, 27 Jul 2020-10:59 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৪৯ হাজার ৯৩১ অর্থাৎ প্রায় ৫০ হাজার। যার ফলে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়েছে। গোটা ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩।

 

গত ২৪ ঘন্টায় মোট ৭০৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। দেশে এপর্যন্ত মোট করোনার বলি ৩২ হাজার ৭৭১। গত ২৪ ঘন্টায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৯৯১ জন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশে এখন মোট নোভেল জয়ী ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন। এখন সক্রিয় করোনা রোগী ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪। দেশে সুস্থতার হার প্রায় ৬৪ শতাংশ।

এখনও দেশে করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজার ৭৯৯। করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৩৮ জন। সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৪৮ হাজার ৯০৫ জন। মোট প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৬৫৬ জন।

 

মহারাষ্ট্রের পরেই স্থান তামিলনাড়ুর। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ২ লক্ষ ১৩ হাজার ৭২৩ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৬ হাজার ৫২৬ জন। এখন সক্রিয় করোনা রোগী ৫৩ হাজার ৭০৩ জন।  সে রাজ্যে এপর্যন্ত করোনার বলি ৩ হাজার ৪৯৪ জন।

দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮০৭ জন। রাজধানীতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৬০৬। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৪ হাজার ৮৭৫। এখন সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৯০৪। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮২৭ জন। রাজ্যভিত্তিক এই তথ্য মিলেছে সংবাদমাধ্যম মারফত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link