বিয়ে করে গোপন করেছিলেন ৪ বছর ধরে, প্রকাশ্যে আনেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং
বিয়ের পর প্রথমে তা প্রকাশ্যে আনতে পারেননি। ফলে সাতপাকে বাঁধা পড়ার পরও তা লুকিয়ে রেখেছিলেন টানা ৪ বছর ধরে। এবার এমন তথ্য প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পূরণ সিং
কপিল শর্মার শোয়ে বিশেষ অতিথি হিসেবে দেখা যায় অর্চনা পূরণ সিংকে। ওই শোয়ের মাঝে অর্চনা জানান, বিয়ের পর ৪ বছর ধরে তা গোপন করে রেখেছিলেন। পারমিত শেট্টির পরিবারের জন্যই নিজেদের বিয়ে গোপন করে রেখেছিলেন বলে জানান অর্চনা
১৯৯২ সালে পারমিত শেট্টিকে বিয়ে করেন অর্চনা পূরণ সিং। অর্চনা অভিনেত্রী, তাই প্রথমে তাঁদের সম্পর্ক মানতে চায়নি পারমিতের পরিবার। পরিবারের অসম্মতিতেই পারমিত-অর্চনা বিয়ে করেন। বিয়ের পর তাঁদের সেই সম্পর্কের কথা ৪ বছর ধরে দুজনে লুকিয়ে রাখেন বলে জানান অর্চনা
বিয়ের পর অনেক বছর পার হয়ে গিয়েছে। প্রায় সবাইকে ভুল প্রমাণ করে জনপ্রিয় এই জুটি সংসার করে যাচ্ছেন।
বর্তমানে অর্চনা পূরণ সিং এবং পারমিত শেট্টির দুই সন্তান রয়েছে। দুই ছেলে অর্যমান এবং আয়ুষ্মান শেট্টিকে নিয়ে সুখে সংসার করছেন অর্চনা পূরণ সিং এবং পারমিত শেট্টি