লেখা নোট কি বাতিল না সচল? বিভ্রান্ত না হয়ে সত্যিটা জানুন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নোটের উপর লেখা থাকলেই নাকি সেই নোট বাতিল! এমনই মেসেজ ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজে বলা হচ্ছে, ২০০০, ৫০০, ২০০ কি ১০০-র নোটে যদি লেখা থাকে, তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া গাইডলাইন অনুযায়ী সেই নোট বাতিল।
কিন্তু এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। সরকার স্পষ্ট জানিয়েছে, লেখা নোট মোটেই বাতিল নয়।
বরং আরও বলা হয়েছে, ওই নোট দিয়ে লেনদেন বৈধ। তবে হ্যাঁ সরকার ক্লিন নোট পলিসির কথাও বলেছে।
যে পলিসি অনুযায়ী, মানুষকে নোটে লেখালেখি করতে বারণ করা হয়েছে।
কারণ নোটের উপর লেখালেখি করলে তার আয়ু কমে যায়।