Dangerous travel destination: ২০ হাজার মানুষ ইতিমধ্যেই নিখোঁজ, এখানেই কি ঘুরতে যাওয়ার কথা ভাবছেন?
বিমানপথে হোক বা সড়কপথে এই জায়গায় কেউ একবার গেলে আর ফিরে আসে না। প্রায় ২০ হাজার মানুষ এই জায়গায় বেড়াতে গিয়ে একে একে হারিয়ে গেছেন।
এই জায়গাটি হল 'আলাস্কা ট্রায়াঙ্গেল'। অ্যাঙ্কোরেজ, জুনাউ এবং উটকিয়াগভিকের চারপাশে অবস্থিত এই জায়গা।
১৯৭২ সালে দুই মার্কিন সিনেটর বহনকারী একটি বিমান অ্যাঙ্কোরেজ থেকে জুনউ যাওয়ার পথে নিখোঁজ হয়। সেই সময়ই এই জায়গাটি ঘিরে রহস্য দানা বাঁধে।
টানা ৪০ দিন তল্লাশি অভিযান চালানোর পরও বিমানের কোনও ধ্বংসাবশেষ বা মৃতদেহ কিছুই খুঁজে পাওয়া যায়নি।
তার পর থেকে আজ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ এই জায়গা থেকে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি।
এই জায়গা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার কারণ মানুষের কাছে রহস্যের মতো। অনেকেই অনেকরকম ভাবে এই কারণ ব্যাখ্যা দিয়েছে।
অনেকে বলেন, আলাঙ্কা ট্রায়াঙ্গেলে অদৃশ্য চুম্বকীয় শক্তি রয়েছে। আবার কেউ বা মনে করেন সেখানে এলিয়েন আছে।
তবে কীভাবে যে ২০ হাজার মানুষ এই জায়গা থেকে নিখোঁজ হয়ে গেছেন, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।