অরিন্দম শীলের হাত ধরে ফিরছে `শবর` সিরিজের নতুন ছবি `তীরন্দাজ শবর`
পর্দায় ফিরছে পরিচালক অরিন্দম শীলের 'শবর' সিরিজের আরও একটি ছবি। এবার সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 'তিরন্দাজ' অবলম্বনে তৈরি হচ্ছে 'শবর' সিরিজের চতুর্থ ছবিটি। নাম 'তিরন্দাজ শবর'।
মঙ্গলবার ১৭ নভেম্বর হয়ে গেল 'তিরন্দাজ শবর' ছবিটির শুভ মহরত। ক্যামেলিয়া প্রোডাকশনের অফিসে ছবির শুভ মহরতে হাজির ছিলেন পরিচালক অরিন্দম শীল সহ অন্যান্য কলাকুশলীরা।
অরিন্দম শীলের এই ছবিতে এবারেও 'শবর'-এর ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
এছাড়াও 'তিরন্দাজ শবর' ছবিতে দেখা যাবে, শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুন্ডু, অসীম রায়চৌধুরী, নাইজেল আকারাকে।
'তিরন্দাজ শবর' ছবিতে দেখা যাবে, দেখা যাবে নবাগতা রম্যাণীকে। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শ্যুটিং।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ, সম্পদনায় সংলাপ ভৌমিক।