প্রেমিকা গ্র্যাব্রিয়েলার জন্য `সাধ` এর অনুষ্ঠান করলেন হবু বাবা অর্জুন
ফের বাবা হচ্ছেন অভিনেতা অর্জুন রামপাল। অর্জুনের এই সন্তানের মা হলেন তাঁর বিদেশিনী বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
বাবা হওয়ার খবর কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে অর্জুন রামপাল নিজেই জানিয়েছিলেন। লিখেছিলেন, '' ফের একবার নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি। সন্তানের জন্য তোমায় ধন্যবাদ বেবি (গ্যাব্রিয়েলা)।''
সম্প্রতি তাঁদের জীবনে নতুন অতিথি আসার খুশিতে গ্যাব্রিয়েলার জন্য সাধ ভক্ষণের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেতা অর্জুন রামপাল।
এই 'বেবি মুন'-এর অনুষ্ঠানে বিশেষ কেক কেটে সেলিব্রেট করলেন গ্যাব্রিয়েলা ও অর্জুন। সঙ্গে ছিল ওয়াইন।
গ্যাব্রিয়েলার সাধের অনুষ্ঠানে পরিচালক অভিষেক কাপুর থেকে শুরু করে হাজির ছিলেন বলিউডের বেশকিছু ব্যক্তিত্ব। দেখা গেল অর্জুন কাপুরের প্রথম পক্ষের দুই মেয়ে মহিকা ও মাইরা।
প্রসঙ্গত, গ্যব্রিয়েলা অর্জুন কাপুরের থেকে বয়সে ১৪ বছরের ছোট। বর্তমানে অর্জুন রামপালের বয়স ৪৬ বছর। আর গ্যাব্রিয়েলার বয়স ৩২ বছর।
যদিও এখনও অর্জুন রামপালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েননি গ্যাব্রিয়েলা।
মেহের জেসিয়ার সঙ্গে দীর্ঘ ২০ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে যায় অর্জুনের। ১৯৯৮ সালে মেহেরের সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। সেই সম্পর্ক ভেঙে যায় ২০১৮ সালে।
প্রথমে শোনা যাচ্ছিল অর্জুনের সঙ্গে সম্পর্ক রয়েছে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজানের। পরে জানা যায়, সুজান নয়, অর্জুন প্রেম করছেন দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস-এর সঙ্গে। যদিও প্রথম দিকে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক নিয়ে চুপই ছিলেন অর্জুন। পরে মেহেরের সঙ্গে বিচ্ছেদের পর বিষয়টি প্রকাশ্যে আসে। বিভিন্ন অনুষ্ঠানে গ্যাব্রিয়েলাকে নিয়ে প্রকাশ্যেই যাতায়ত শুরু করেন অর্জুন।