নিলামে পাঁচ লক্ষ টাকা দর পেলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর
দর কষাকষির পর তিনি পাঁচ লক্ষ টাকা দর পেলেন। নিলামে অবশ্য তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল একাধিক দল। মুম্বই টি-২০ লিগে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে নিল আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্ব।
অর্জুন তেন্ডুলকরের বেস প্রাইজ ছিল এক লক্ষ টাকা। অলরাউন্ডার হিসাবে তাঁকে চেয়েছিল একাদিক দল।
নর্থ মুম্বই প্যান্থার্স অর্জুনকে দলে নিতে চেয়েছিল। তারাও পাঁচ লক্ষ টাকা দর হেঁকেছিল।কিন্তু এর পরই নিলাম পরিচালক ঈগল ঠান স্ট্রাইকার্স ও আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বকে অপরচুনিটি টু ম্যাচ নেওয়ার সুযোগ দেন।
ঈগল ঠান স্ট্রাইকার্স ও আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্ব, দুটি দলই যেহেতু অর্জুনকে নিতে পাঁচ লাখ টাকা দর হেঁকেছিল তাই দুটি কার্ড রাখা হয় বাক্সে। এর পর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ সদস্য একটি কার্ড বেছে নেন। অর্জুনকে দলে পায় আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্ব।
প্রসঙ্গত, মুম্বই টি-২০ লিগের ব্র্যান্ড আম্বাসাডর সচিন তেন্ডুলকর।