অনন্তনাগে পাথরবাজের হামলায় শহিদ ২২ বছরের জওয়ান
জম্মু-কাশ্মীরের অনন্তনাগের পাথর হামলায় আহত জওয়ান প্রাণ হারালেন। বুধবার অনন্তনাগে সেনাকে লক্ষ্য করে ছোঁড়া পাথরে মাথায় গুরুতর আঘাত পান জওয়ান রাজেন্দ্র সিং। হাসপাতালে চিকিত্সা চালানোর পরও তাঁকে বাঁচানো গেল না।
ভারতীয় সেনা জানিয়েছে, ২০১৮ সালের ২৫ অক্টোবর আপত্কালীন দলের সদস্য ছিলেন ২২ বছরের রাজেন্দ্র সিং। বর্ডার রোড অর্গানাইজেশনকে নিরাপত্তা দিচ্ছিল দলটি।
বিকেল ৬টা নাগাদ ৪৪ নম্বর জাতীয় সড়কের ধারে অনন্তনাগ বাইপাস দিয়ে যাচ্ছিল সেনা কনভয়। সেই কনভয় লক্ষ্য করে পাথর ছোঁড়ে কয়েকজন পাথরবাজ।
পাথরবাজদের ছোড়া পাথরে গুরুতর আহত হন রাজেন্দ্র সিং। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ৯২ বেস হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি রাজেন্দ্রকে।
উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বাদেনা জেলার বাসিন্দা ২২ বছরের রাজেন্দ্র। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই ভেঙে পড়েছেন তাঁর মা-বাবা।
এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় শহিদ রাজেন্দ্রকে। তাঁর সঙ্গে আরও দুই শহিদ জওয়ান ব্রজেশ কুমার ও গামসিয়ামিলানাকে শ্রদ্ধা জানায় সেনা। বুধবার জঙ্গিদের গুলিতে শহিদ হন তাঁরা।