আগামী ৫ বছরে দেড় লাখ জওয়ান কম করছে সেনাবাহিনী!
সেনাবাহিনী থেকে কমিয়ে ফেলা হবে কমপক্ষে ১,৫০,০০০ জওয়ান। আগামী ৪-৫ বছরের মধ্যে ধীরে ধীরে তা করা হবে। এনিয়ে একটি সমীক্ষা শুরু করেছে সেনা।
ওই সমীক্ষা করছে জেনারেল জে এস সান্ধুর নেতৃত্ব একটি কমিটি। এবছর নভেম্বর মাসের শেষদিকে ওই কমিটি সেনাপ্রধান বিপিন রাওয়াতের কাছে রির্পোট দেবে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনাপ্রধান চাইছেন আরও ছোট ও প্রযুক্তিতে উন্নত একটি বাহিনী।
১৯৯৮ সালে কারগিল লড়াইয়ের আগে একবার এরকমই একটি উদ্দোগ নিয়েছিলেন ততকালীন সেনাপ্রধান ভি কে মালিক। সে সময় তিনি সেনাবাহিনী থেকে ৫০ হাজার সেনা কম করার প্রস্তাব করেছিলেন তিনি।
আগামী ২ বছরে ২০,০০০ সেনা কম করার কথা ভাবা হচ্ছে। ২০২২-২৩ সালের মধ্যে কমানো হবে আরও ১ লাখ জওয়ান। তবে সবকিছুই এখন জল্পনার পর্যায়ে রয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন এক সেনা আধিকারিক।
জওয়ান কম করা হতে পারে সেনা সদর, লজিস্টিক, যোগাযোগ, মেরামত ও প্রশাসনিক ইউনিট থেকে।