করোনায় ক্ষতির মুখে ৫৫ কর্মীকে ছাঁটাই করছে ইউরোপের বিখ্যাত ক্লাব
করোনাভাইরাসের বিপর্যস্ত গোটা বিশ্ব। মারণ ভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে কম বেশি বিশ্বের প্রায় সব ক্লাবই।
করোনার কারণে ৫৫ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।
এফএ কাপ জিতেছে আর্সেনাল এখনও এক সপ্তাহ হয়নি। তার মধ্যেই ক্লাবের ওয়েবসাইটে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে বিবৃতি দিয়েছে।
কোভিড-১৯ কারণে এর আগে কয়েক দফা কর্মীদের বেতন কেটেও ব্যায় কমাতে পারেনি আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ। তাই এবার ৫৫ জন কর্মী ছাঁটাইয়ের মুখে। যাঁর মধ্যে রয়েছেন ক্লাবের চিফ স্কাউটও।
দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ধরে রাখতে অন্য খাতে খরচ কমাতে চলেছে আর্সেনাল কর্তৃপক্ষ নাকি টিমের বাজেটেও এর প্রভাব পড়তে চলেছে? বেতন কমবে কি ফুটবলারদের? এই নিয়ে জোর চর্চা।