Shoe Attack On Partha Chatterjee: পার্থর মুখের পাশেই ৩ চটি! জুতো কাণ্ডে কথা বলল শিল্পীর ছবি...
প্রদ্যুৎ দাস: ইএসআই জোকায় পার্থ চট্টোপাধ্য়ায়কে উদ্দেশ করে জুতো! হাসপাতাল চত্বরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পা থেকে খুলে জুতো ছুড়ে মারেন শুভ্রা ঘোড়ুই নামে এক মহিলা। তাঁকে সমর্থন ও পার্থ চট্টোপাধ্যায়কে ধিক্কার জানাতে অভিনব প্রতিবাদ জলপাইগুড়ির চিত্র শিল্পী রাজু দে-র।
রাজু দে জলপাইগুড়ির একটি বেসরকারি আর্ট স্কুলের চিত্র শিল্পী। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের একটি ছবি আঁকেন। তার পাশেই আঁকেন ৩টি চটির ছবি। উপরে লেখেন, 'কে কে চাও?' আরেক পাশে আঁকেন একটি স্কুলের ছবি। ঠিক তারউপরেই রাজু দে-র লেখা প্রশ্ন, 'সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রী কম কেন?'
এখানেই শেষ নয়। ওই ছবিতেই একপাশে একটি ছাতার ছবিও আঁকেন রাজু। যার উপরে ইংরেজিতে লেখেন, 'Amrela'! যে ভুল বানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছাতার ছবির নীচেই লেখা প্রশ্ন, 'দায়ী কে?'
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজু। মুহুর্তের মধ্যে তা ভাইরাল। কেন এই অভিনব প্রতিবাদ? রাজু দে-কে প্রশ্ন করলে বলেন,'পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন। সরকারি স্কুলের করুণ দশা হয়েছে। রাজ্যের শিক্ষক নিয়োগ থেকে শুরু সব ক্ষেত্রে দুর্নীতি!'
প্রসঙ্গত, আমতলার বাসিন্দা শুভ্রা ঘোড়ুই নামে ওই মহিলার ছোড়া জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। গাড়িতে লেগে ছিটকে যায় জুতো। যেজন্য ওই মহিলাকে আফসোস করতে শোনা যায়, 'জুতোটা মাথায় লাগলে শান্তি পেতাম।'