রামায়নের রাম হওয়াই কাল হল, কেরিয়ার গিয়েছে গোল্লায়, আক্ষেপ অরুণের

Sat, 01 Feb 2020-11:08 pm,

নিজস্ব প্রতিবেদন: দূদরদর্শনে রামায়ন সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন অরুণ গোভিল। তখন তিনি গোটা দেশের পছন্দের অভিনেতা। কিন্তু সেটাই কাল হল তাঁর অভিনয় জীবনের। অভিনয়ের জগতে নিজেকে আর থিতু করতে পারেননি গোভিল।

 

১৯৮৭ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলেছিল রামানন্দ সাগরের রামায়ন। অরুণ গোভিল তখন সাক্ষাত্ রামচন্দ্র। টিভিতে রামায়ন দেখতে থমকে যেত গোটা দেশ। কিন্তু রামায়নের পর আর কাজ পাননি অরুণ গোভিল। আজ্ঞে হ্যাঁ, তাঁর অভিনয় প্রশংসিত হলেও। 

৬২ বছরের অরুণ গোভিল বলেন,''রামের ভূমিকায় অভিনয় করে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলাম। কিন্তু তারপরই থমকে যায় কেরিয়ার। গত ১৪ বছর ধরে আমার হাতে কাজ নেই। দু-একটা অতিথি শিল্পীর অভিনয় করেছি।''      

কেন রামায়নের পর কেরিয়ার গোল্লায় গেল? গোভিল বলেন, রামায়নের পর হিন্দি ছবির নায়ক হওয়ার চেষ্টা শুরু করি। কিন্তু কোনও প্রযোজকই আমায় নিতে চাননি। তাঁরা বলেছিলেন,''আপনার রাম চরিত্র এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন অন্য কোনও ভূমিকায় নিতে পারব না। দর্শকরা মেনে নেবেন না, এমনকি পার্শ্বচরিত্রেও নয়।''         

অরুণের কথায়,''তখনই বুঝতে পারি, কেরিয়ারে এটাই বড় সমস্যা হয়ে গেল। অন্য টিভি শো করলেও লোকে বলেছে, আরে রাম জি আপনি এখানে? তবে এখনও ভালো কাজ করতে রাজি।''                

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link