Arun Lal Marriage: গলায় মালা, পরনে পাঞ্জাবি, গায়ে হলুদে নজর কাড়লেন ৬৬-র `ফাইটার লাল`
প্রথম স্ত্রীর রীনার অনুমতি নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের প্রাক্তন ওপেনার অরুণ লাল। গায়ে হলুদ হল হবু স্ত্রী বুলবুল সাহার সঙ্গে।
দুই পক্ষের যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হল। মূলত বুলবুল সাহার পরিবারের লোকজন উপস্থিত ছিল অনুষ্ঠানে।
গায়ে হলুদের সমস্ত নিয়ম বাধ্য ছেলের মতোই পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল অনুষ্ঠানে।
অন্য মেজাজে ছিলেন বাংলার কোচ। লালজীর পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও পায়জামা। বুলবুল পরেছিলেন হলুদ শাড়ি।
গায়ে হলুদ পর্বের পর ছিল এলাহী খাওয়া-দাওয়ার আয়োজন। একেবারে বাঙালি খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
রজনীগন্ধার মালা গলায় ধরা দিলেন নতুন বর লালজী।
শ্যালক-শ্যালিকাদের আবদারে তাঁদের সঙ্গে ছবিও তুললেন ভারতের প্রাক্তন ওপেনার।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি-র একাধিক কর্তা ও বাংলা ক্রিকেট দলের সদস্যদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।
টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীও দীর্ঘদিনের বন্ধু অরুণের বিয়েতে উপস্থিত থাকতে পারেন।