কৈলাসের সহকারী হয়ে বাংলায় এলেন দক্ষ সংগঠক অরবিন্দ মেনন

Wed, 03 Oct 2018-8:59 pm,

অঞ্জন রায়: লোকসভা ভোটের আগে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে রাজ্যের দায়িত্বে আরও এক কেন্দ্রীয় নেতাকে জুড়ে দিল দিল্লি। রাজ্য বিজেপির নতুন সহকারী পর্যবেক্ষক হলেন অরবিন্দ মেনন। 

কয়েক মাস আগে থেকেই চর্চা চলছিল, কৈলাস বিজয়বর্গীয়র জায়গায় সম্ভবত অরবিন্দ মেনন আসতে চলেছেন। তবে কৈলাসকে সরিয়ে নয়, বরং তাঁর সহকারী হিসেবে বঙ্গে এলেন অরবিন্দ মেনন। 

দীর্ঘ ৮ বছর মধ্যপ্রদেশের দায়িত্বে ছিলেন আরএসএস প্রচার অরবিন্দ মেনন। অত্যন্ত দক্ষ সংগঠক অরবিন্দ মেননকে ২০১৬ সালে দিল্লিতে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়। মধ্যপ্রদেশে বিজেপির সংগঠনে অত্যন্ত প্রভাবশালী ছিলেন মেনন। 

অরবিন্দ মেনন বাংলায় কথা বলতে পারেন। এর পাশাপাশি তাঁর সাংগঠনিক দক্ষতাও অতুলনীয়। বাংলায় গেরুয়া হাওয়া বইলেও সংগঠন এখনও সেভাবে গড়ে উঠতে পারেনি। সে কারণেই অরবিন্দ মেননকে পাঠানো হল বাংলায়, মত রাজনৈতিক মহলের একাংশের।

চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভার ভোট। সেখানে দরকার পড়বে কৈলাস বিজয়বর্গীয়কে। ফলে বাংলায় তিনি ততটা সময় দিতে পারবেন না, সে কারণে লোকসভার আগে সহকারী হয়ে এলেন অরবিন্দ মেনন। 

 

শুধুমাত্র রাজ্য নেতৃত্বের উপরে ভরসা না রেখে ৪২টি লোকসভা কেন্দ্রেই নজর রাখতে চলেছেন অমিত শাহ। প্রতিটি কেন্দ্রেই থাকবে তাঁর নিজস্ব বাহিনী। ওই বাহিনী রিপোর্ট পাঠাবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। সেই ৪২টি দলের নিয়ন্ত্রণে অমিতের সঙ্গে থাকছেন অরবিন্দ মেননও।   

প্রসঙ্গত, এদিনই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের দায়িত্ব মুকুলের উপরে সঁপে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁকে লোকসভা কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করলেন অমিত শাহ। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link